কাজল দত্ত
ডিসিএন বাংলা টিভি নিজস্ব প্রতিবেদন
সেগুন বাগিচায় চাইনিজ হোটেল বাগিচায় দূপুরু ১২ টায় শুরু হয় বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম বাযিক সাধারণ সডা। সভায় করেন সভাপতিত্ব করেন এনামুল কবির রুপম। খায়রুজ্জামান কামাল মহাসচিব বিএম এস এফ ্মহাসচিব তার বিগত এক বছরের আই ব্যয় ও বার্ষিক প্রতিবেদন পেশ করেন তিনি বলেন ১৯৯১ সালে এই প্রতিষ্ঠান কার্যক্রম শুরু হয় প্রেসক্লাবের ভিউজ ভবনের রুমের এক কোনায় এরপর বছরের পর বছর ধরে এই প্রতিষ্ঠান হাটি হাটি পা করে এগিয়ে চলেছে বর্তমানে সারা বাংলাদেশে প্রায় ২০০ টি সদস্য রয়েছে ৬৪ জেলায় একজন করে কো-অর্ডিনেটর রয়েছে সারা বাংলাদেশকে দশটি জনে ভাগ করা হয়েছে ৬৪ জেলার মধ্যে ৬১ জেলায় এই প্রতিষ্ঠানের কার্যক্রম প্রশিক্ষণ ব্যবস্থা বাস্তবায়ন করা হয়েছে বাকি তিনটি জেলা অতি শীঘ্রই প্রশিক্ষণ ও সেমিনারের কার্যক্রম শেষ হবে । একজন সদস্য মৃত্যু কারণও অন্যজন বিদেশে থাকায় দুইজন নির্বাহী সদস্য পদ শুন্য হয় এজিএম এ সর্বসম্মতিকক্রমে দুইজন সদস্যপদ নির্বাচিত করা হয় রোজিনা রোজ ও কাজল দত্ত কে সদস্য হিসাবে নির্বাচিত করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন শাহনাজ বেগম পালি সাজ্জাদ আলম খান তপু ও অন্যান্য নির্বাহী সদস্য।
ডিসিএন বাংলা টিভি/