কিছুদিন আগে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে স্টেজ শো করতে যান জায়েদ খান। সে সময় তার সঙ্গে ছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। শো’র বিরতিতে সেখানকার বিভিন্ন লোকেশনে একসঙ্গে ঘুরতে যান তারা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সেসব মুহূর্তের ছবিও। দুজনার প্রেমের গুঞ্জনটা তখন থেকেই।
এবার তাতে যেন ঘি ঢাললেন এই অভিনেতা। হলেন ফারিয়ার প্রশংসায় পঞ্চমুখ। দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জায়েদ খান বলেন, এ পর্যন্ত অনেকের সঙ্গেই আমি পারফর্ম করেছি। তবে অস্ট্রেলিয়ায় ফারিয়ার পারফর্ম দেখে আমি মুগ্ধ। একটানা ১৫ মিনিট সে নাচতে পারে। লম্বা সময় ধরে মাতিয়ে রাখতে পারে দর্শককে। তিনি আরও বলেন, নুসরাত ফারিয়া খুব ভালো স্টেজ পারফর্ম করে।
সামনে আমাদের আরও কিছু কাজ হবে। এর আগে আরেক সাক্ষাৎকারে জায়েদ খান বলেন, আমি ব্যাচেলর মানুষ। তাই যখন যে নায়িকার সঙ্গে ফেসবুকে পোস্ট দিই, দর্শক মনে করেন, আমি প্রেমের সম্পর্কে জড়িয়েছি। এর আগেও আমার সঙ্গে অনেক নায়িকার নাম জড়িয়েছেন তারা। অনেকের সঙ্গে আমার বিয়েও দিয়েছেন। এ নিয়ে আর কী বলব?
ডিসিএন বাংলা/বি.নি.